Type Here to Get Search Results !

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয় জমা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অনুযায়ী ৯০ দিনের মধ্যে দলগুলোর নির্বাচনী ব্যয় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সাংবিধানিক এ সংস্থা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪গগগ(১) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে।

তিনি বলেন, মাননীয় নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯টি দল অংশ নিয়েছে। ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯টি নিবন্ধিত দল অংশ নেয়। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।

আইন অনুযায়ী, ভোটে ব্যয়ের হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা আছে ইসির।

বাংলাদেশ জার্নাল/টিআর 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/264610/রাজনৈতিক-দলগুলোকে-নির্বাচনী-ব্যয়ের-হিসাব-দিতে-বলল-ইসি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.