Type Here to Get Search Results !

পুঁজিবাজারে টানা দরপতন

পুঁজিবাজারে টানা দরপতন

নিজস্ব প্রতিবেদক

ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) বাতিলের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ালেও ছন্দপতন ঘটেছে। গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস থেকেই পুঁজিবাজারে টানা সূচকের পতনে লেনদেন চলছে। সে ধারাবাহিকতা আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই লেনদেন কমেছে।

সোমবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সোমবার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৫৮ দশমিক ৯৮ পয়েন্টে ও ১ হাজার ৩৬১ দশমিক ৩২ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১ দশমিক ২৮ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৭৩ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১০৬ কোটি ১৫ লাখ টাকা।

এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টি কোম্পানির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, আফতাব অটোমোবাইলস, মন্নো ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন,  সিটি জেনারেল ইন্সুরেন্স ও জেমিনী সি ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ দশমিক ৯৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৫৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৮৯ দশমিক ৮৫ পয়েন্টে ও ১০ হাজার ৭৭৩ দশমিক ৮৬ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৯ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ১৫২ দশমিক ৬২ পয়েন্টে। আর ৪০ দশমিক ২৩ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬০ দশমিক ৭৮ পয়েন্টে।

সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।

বাংলাদেশ জার্নাল/এমপি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/business/262039/পুঁজিবাজারে-টানা-দরপতন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.