Type Here to Get Search Results !

রংপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রংপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সারাদেশের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের (ওয়াগান) বগি লাইনচ্যুতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

প্রতিনিধি

সারাদেশের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের (ওয়াগান) বগি লাইনচ্যুতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিলো। আজ সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে ট্রেনটি উদ্ধার করতে কাজ শুরু করে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতির বিষয়টি নজরে আসে। মূলত ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধচাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/262408/রংপুরের-সঙ্গে-সারাদেশের-রেল-যোগাযোগ-বন্ধ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.