Type Here to Get Search Results !

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে আজ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হল। এখানকার দু'টি কূপ থেকে এই গ্যাস পাওয়া যাবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিন গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।

দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। এখন গ্যাস ফিল্ডটির উৎপাদন বেড়ে দাঁড়াল ৬৬ মিলিয়ন ঘনফুটে।

গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, কূপ-২ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে। ওই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে এই পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম। অন্যদিকে ৯ নম্বর কূপটি নতুন, সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

বাংলাদেশ জার্নাল/এমপি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/business/261956/জাতীয়-গ্রিডে-যুক্ত-হলো-আরও-১৮-মিলিয়ন-ঘনফুট-গ্যাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.