Type Here to Get Search Results !

হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন (৬০), মাকসুদা বেগম (৫০), বাদল আহমেদ (৫০) এবং তার ছেলে তানভির আহমেদ (৮)।

আহত আমির হোসেন জানান, তাদের বাসা ভোটকেন্দ্রের পাশেই। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে।

আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য যখন হয়।

আহত মাকসুদা বেগমের ভাষ্য, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ওই বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম পায়ে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ জার্নাল/টিআর 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/258284/হাজারীবাগে-ভোটকেন্দ্রের-সামনে-ককটেল-বিস্ফোরণ-আহত-৪

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.