Type Here to Get Search Results !

অঝোরে কাঁদলেন ফেরদৌস

অঝোরে কাঁদলেন ফেরদৌস

নিজের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

নিজের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন।

রোববার (৭ জানুয়ারী) রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ফেরদৌস। প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রয়াত বাবা ও শ্বশুরকে স্মরণ করে অঝোরে কাঁদেন তিনি।

এ সময় ফেরদৌস বলেন, বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।

তিনি বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।’

এ জনপ্রিয় চিত্রনায়ক বলেন, এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।

বাংলাদেশ জার্নাল/এসএপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/258417/অঝোরে-কাঁদলেন-ফেরদৌস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.