Type Here to Get Search Results !

নির্বাচন থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের

নির্বাচন থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যে তারিখ নির্ধারিত হয়েছে তা থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধায় আসুক, যত সন্ত্রাস হোক, যা কিছু তারা করুক এবং লিফলেট বিতরণ করে জনগণকে নির্বাচন থেকে বিরত করার চেষ্টা করুক, এর কোনটাই এ নির্বাচন বন্ধ করতে পারবে না। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যে তারিখ নির্ধারিত হয়েছে তা থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধায় আসুক, যত সন্ত্রাস হোক, যা কিছু তারা করুক এবং লিফলেট বিতরণ করে জনগণকে নির্বাচন থেকে বিরত করার চেষ্টা করুক, এর কোনটাই এ নির্বাচন বন্ধ করতে পারবে না।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখনও তো নিরবতার মধ্যে রয়েছে বিএনপি। তাদের লিফলেট বিতরণ কর্মসূচি তো নিরীহ। এটাকে আন্দোলন বলবেন? তাদের আন্দোলনও হবে না। কোন লক্ষণও নেই। আমরা ওই অবস্থায় দেশ চালাবো না। আগামীবার আমরা আরও শক্তভাবে, সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করবো।

তিনি বলেন, যদিও অশান্তির উপাদান এখানে আছে। অগ্নিসন্ত্রাস আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে। বাসে-ট্রেনে আগুন দেওয়া আছে। নির্বাচনে জনগণ যাতে আতঙ্কগ্রস্ত হয় এবং ভোট দিতে না যায় সে কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি ও তার দোসররা চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ জানিয়ে কাদের বলেন, এ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা অবিচল, অটল। এ নির্বাচন অনুষ্ঠান ইতিহাস অর্পিত দায়িত্ব, গণতন্ত্র রক্ষার দায়িত্ব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ সংরক্ষণের দায়িত্ব। যেকোনও মূল্যে নির্বাচন, নির্বাচনি কর্মকাণ্ড সমাপ্ত করতে নির্বাচন কমিশনকে তাদের ভূমিকা পালনে যেকোন সহযোগিতা করতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।

বিএনপির নির্বাচনি বর্জনের কর্মকাণ্ড ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত কিনা এমন প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের প্রস্তুতি আগের চেয়েও বেশি। সবকিছু আমরা সময়মত সম্পন্ন করতে চাই। আমরা অবাধ, শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণের নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি সন্তোষজনক।’

এদিকে অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. ইউনূসের সাজার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়েই তিনি দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/257722/নির্বাচন-থেকে-পিছিয়ে-আসার-কোন-সুযোগ-নেই--ওবায়দুল-কাদের

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.