Type Here to Get Search Results !

ভোটকেন্দ্রে কারচুপি-অনিয়ম ঠেকাতে নির্দেশ দেয়া হয়েছে: সিইসি

ভোটকেন্দ্রে কারচুপি-অনিয়ম ঠেকাতে নির্দেশ দেয়া হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রে কারচুপি, অনিয়ম ও পেশীশক্তিমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

যশোর প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রে কারচুপি, অনিয়ম ও পেশীশক্তিমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটার সাধারণ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই বার্তা কঠোরভাবে দেয়া হয়েছে।

সিইসি আরও বলেন, আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতর থাকব না। ভেতরে থাকবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিময়, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকমের পেশীশক্তির প্রয়োগ না হয় সেই বিষয়ে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসএস/এমপি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/256517/ভোটকেন্দ্রে-কারচুপি-অনিয়ম-ঠেকাতে-নির্দেশ-দেয়া-হয়েছে-সিইসি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.