নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব
জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী র্যাব স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকজাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী র্যাব স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, যত নাশকতা ও সহিংসতা হচ্ছে বা মামলা হচ্ছে, সেই মামলার আসামিদের আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। সাম্প্রতিক সময়ে দশটির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার, বেশ কিছু দেশীয় অস্ত্র, গাড়িসহ আটক করেছি।
নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। প্রায় ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এসএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/256931/নির্বাচনে-স্টাইকিং-ফোর্স-হিসেবে-কাজ-করছে-র্যাব